বিজেপি সভাপতির দুর্ঘটনাগ্রস্থ গাড়ি তুলতে বাধা তৃণমূলের, উত্তেজনা ইটাহারে

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৩ জানুয়ারি: বিজেপির জেলা সভাপতির গাড়ি উল্টে যাওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা ও উত্তেজনা উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে ইটাহার থানার দুর্লভপুর অঞ্চলের দুর্লভপুর বাজার এলাকায়।

গতকাল গভীর রাতে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকারের গাড়ি গভীর রাতে গ্রামীণ সড়কে উল্টে যায়। গাড়িতে জেলা সভাপতি ছিলেন না। চালক সহ যাত্রীরা পালিয়ে যায় বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার এসে গাড়ি তোলার চেষ্টা করেন। কিন্তু স্থানীয় তৃণমূল কর্মীরা গাড়ি তুলতে বাধা দেয়। তৃণমূল কর্মীদের অভিযোগ, দুর্ঘটনার পর বিজেপির কর্মীরা পালিয়ে যায়। দাঁড়াতে বললেও দাঁড়ায় না। রাতের অন্ধকারে এই এলাকায় বিজেপির জেলা সভাপতির গাড়ি আসাকে সন্দেহের চোখে দেখছেন তারা। কারণ কয়েক দিনের মধ্যে দুর্লভপুর পঞ্চায়েতে তৃণমূলের বোর্ড গঠন হবে। তার আগে এই এলাকায় বিজেপির জেলা সভাপতির গাড়ি গভীর রাতে আসাকে সন্দেহের চোখে দেখছে তারা। এলাকায় গন্ডগোল করার উদ্দেশ্যে এসেছে বলে মনে করছে এলাকার তৃণমূল কর্মীরা। সেই কারনেই পুলিশ প্রশাসন দ্বারা গাড়ি তোলার দাবি জানিয়েছে তারা।

বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, চালক আমাকে বাড়িতে রেখে নিজের বাড়ি ফিরছিল কোনও কারনে দুর্ঘটনা ঘটেছে। তবে আমি গাড়ি তুলতে আসিনি। ঘটনার খবর পেয়ে দেখতে আসা। রাজনৈতিক কারনে বিভিন্ন এলাকায় দিনে রাতে ঘুরতে হয়। বিরোধীরা অন্য কথা বলতে পারে। প্রশাসনের তরফে গাড়ি তোলার ব্যবস্থা করা হবে। দুর্ঘটনা হলেও সেরকম কেউ আহত হয়নি বলে জানিয়েছেন তিনি।

দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ইটাহার থানার পুলিশ গেলেও সকালে ঘটনাস্থলে গাড়ি তোলাকে নিয়ে রাজনৈতিক উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী।পরিস্থিতি স্বাভাবিক হলে গাড়ি উদ্ধার করে ইটাহার থানায় নিয়ে আসা হয়।

উল্লেখ্য গত পঞ্চায়েত ভোটে ১৮ আসনে বিজেপি ১০, সিপিএম ১ এবং তৃণমূল কংগ্রেস ৭ আসন পেলেও সিপিএমের ১ সদস্য কে নিয়ে বিজেপি বোর্ড গঠন করে। কিছুদিন আগে বিজেপির ৫ ও সিপিএম ১ পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করে বিজেপির প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব লিখিত আকারে জমা দেন ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর হাতে। সামনে তৃণমূল পঞ্চায়েত বোর্ড গঠন করে পঞ্চায়েত প্রধান গঠনকে ঘিরে দুর্লভপুর অঞ্চলে রাজনৈতিক চাপা উত্তেজনা বেশ কিছু দিনধরেই রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *