লকডাউন চলাকালীন এক যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা সাঁকরাইলে

আমাদের ভারত, হাওড়া, ২৬ মার্চ: লকডাউন চলাকালীন এক যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল এলাকায়। বুধবার সন্ধ্যেবেলা ঘটনাটি ঘটে সাঁকরাইলের বানিপুর এলাকায়। মৃতের নাম লাল স্বামী(৩২)। মৃতের স্ত্রীর অভিযোগ তার স্বামী যখন দুধ আনতে বাইরে যাচ্ছিল সেই সময় বাড়ির বাইরে অকারণ জমায়েতের কারণে পুলিশ লাঠি চালায়। লাঠির আঘাতে অসুস্থ হয়ে পড়েন লাল। তাঁকে স্থানীয় হাজী এস টি মল্লিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। হাওড়া সিটি পুলিশের ডিসি সাউথ পুলিশের লাঠি চালানোর যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, ওই ব্যক্তি ডায়েরিয়ার কারণে অসুস্থ ছিল। হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়াতে মৃত্যু হয়। যদিও এ ব্যাপারে মৃতের পরিবার কোনও লিখিত অভিযোগ এখনো পর্যন্ত করেনি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here