ইন্দ্রধনু সঙ্গীত মহাবিদ্যালয়ের দশম বর্ষ পূর্তিতে শাস্ত্রীয় সঙ্গীতের আসর মেদিনীপুর শহরে

কুমারেশ রায়, মেদিনীপুর, ২৯ ডিসেম্বর: কলকাতার সঙ্গীত বিদ্যালয়ের দশমবর্ষ পূর্তি উপলক্ষ্যে মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয় হলে শনিবার সারাদিন ব্যাপী শাস্ত্রীয় সঙ্গীতের আয়োজন করা হয় শহরের শাস্ত্রীয় বিদ্যালয় আরোহণের পরিচালনায়। সংস্থার কর্ণধার চন্দ্রজিৎ প্রধান বলেন, এই ধরনের অনুষ্ঠানের উদ্দেশ্য হল জেলা শহরে শাস্ত্রীয় সঙ্গীতের প্রচার ও প্রসার ঘটানো এবং দুঃস্থ শিল্পীদের আর্থিক ও মানসিক ভাবে সহযোগিতা করা।

এদিন ইন্দ্রধনু সংস্থার কর্ণধার ও অনুষ্ঠানের মূল আকর্ষণ পন্ডিত জ্যোতি গোহ আরোহণের পক্ষ থেকে শহরের তবলা শিল্পী কল্লোল দিন্দাকে আর্থিক সহযোগিতা প্রদান করেন। জ্যোতি গোহ (হারমোনিয়াম), সোমেন নন্দী (তবলা), ড: হাইত (বাঁশি), শিবাশিস রায় (তবলা), সিদ্ধার্থ ভোসে (সরোদ), আসিফ খান (তবলা), নবনীতা মন্ডল (ভোকাল), নবনীতা বোস (ক্লাসিকাল নাচ) দিশারী চক্রবর্তী (সন্তুর), সৌরভ গোহ (তবলা) এবং আরোহণের ছাত্র ছাত্রীরা উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *