বড়জোড়ায় স্পঞ্জ আয়রন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আহত ১৭ জন শ্রমিক

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩০ মে: বড়জোড়ার ঘুটগড়িয়ায় এক স্পঞ্জ আয়রন কারখানায় হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে আহত ১৭ জন শ্রমিক। তাদের মধ্যে দশ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, বাকি শ্রমিকরা বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

স্হানীয় সূত্রে জানাগেছে, আজ সকাল ৯টা নাগাদ এই বিস্ফোরণ ঘটে।বিস্ফোরণে গরম তরল লোহা ছিটকে পড়ে। সেই গরম লোহায় কর্মরত শ্রমিকরা ঝলসে যায়।অন্যান্য শ্রমিকরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বড়জোড়ার বিধায়ক অলক মুখার্জি।তিনি বলেন, আহতদের সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে এই দুর্ঘটনার পর কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারকানায় ব্যবহৃত যন্ত্রপাতি রক্ষনাবেক্ষণ নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
কিছুদিন আগে ঠিক একই রকম বিস্ফোরণ ঘটে অপর একটি কারখানায়।পরপর এরকম ঘটনা ঘটে যাওয়ায় কারখানা গুলির সুরক্ষা বিধি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনিক উদাসীনতারও অভিযোগ উঠেছে। যদিও
বিস্ফোরণ নিয়ে কারখানা কর্তৃপক্ষের কোনও বক্তব্য মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *