
সৌভিক বন্দ্যোপাধ্যায় কলকাতা ৬ ডিসেম্বর: আচমকাই বিবেকানন্দ রোডের কুরিয়র সংস্থার গোডাউনে ভয়াবহ আগুন। শুক্রবার বেলা আড়াই’টে নাগাদ হঠাৎই সংস্থার অফিস থেকে ধোঁয়া বেরোতে দেখতে পান সংস্থার কর্মীরা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলে। এই মুহূর্তে ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে দমকলের ১৫টি ইঞ্জিন। তবে কী থেকে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তিন ঘণ্টা পর এখন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন দুপুরে আচমকাই কুরিয়র সংস্থার বিল্ডিংয়ের গোডাউন থেকে গলগল করে কালো ধোঁয়া বের হতে শুরু করে। খালি করে দেওয়া হয় গোটা বহুতল। সিইএসসি আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে বহুতলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
দমকল সূত্রে জানা গিয়েছে, গোডাউনে ঢোকার মোট চারটি গেট রয়েছে। যদিও আগুন ছড়িয়ে পড়ায় সব কটি গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন দমকলকর্মীরা। ঠিক কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর গোডাউনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত ছিল কিনা, তা খতিয়ে দেখা হবে।
ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু এবং দমকলের ডিজি জগ মোহন। সুজিত বসু বলেন, “আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আনা গিয়েছে। দমকলকর্মীরা বাড়িটির ভেতরে ঢুকে গিয়েছেন। যদি এখানে বেআইনি কিছু হয়ে থাকে তাহলে তা পরে খতিয়ে দেখা হবে।”