ঘোলায় গেঞ্জির কারখানায় ভয়াবহ আগুন

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৬ ডিসেম্বর : উত্তর ২৪ পরগনার ঘোলার বোর্ড ঘর এলাকায় একটি গেঞ্জির কারখানায় বুধবার দুপুরে ভয়াবহ আগুন লাগে । ওই কারখানায় ৫০ জন শ্রমিক কাজ করেন। বুধবার দুপুর ২:৩০ মিনিট নাগাদ শ্রমিকরা হঠাৎই কারখানার মধ্যে আগুন জ্বলতে দেখে। প্রথমে তারা নিজেরাই জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে যেহেতু গেঞ্জির কারখানায় দাহ্য পদার্থ মজুত ছিল, তাই কিছুক্ষনের মধ্যেই কারখানার আগুন ভয়াবহ রূপ নেয়।

কারখানার শ্রমিকরা বাইরে বেরিয়ে আসেন। তাদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৪ টি ইঞ্জিন। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা ওই গেঞ্জির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিসের থেকে আগুন লেগেছিল, তা সঠিক ভাবে জানাতে পারেনি দমকল বাহিনী। প্রাথমিক ভাবে দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিটের কারনে আগুন লেগে থাকতে পারে। হঠাৎ লাগা এই অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানা কর্তৃপক্ষের কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায় হতাহতের খবর নেই। অগ্নিকাণ্ডের জেরে কারখানার উৎপাদন প্রক্রিয়া বন্ধ রাখা হবে বলে জানা গেছে। ওই গেঞ্জির কারখানায় যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে দমকল কর্মীরা ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here