বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মালগাড়ি ও করমণ্ডল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, ৩০ জনের প্রাণহানী, আহত ১৭৯

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ২ জুন: মালগাড়ি ও করমণ্ডল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ। ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেস। বহু প্রাণহানির আশঙ্কা। শালিমার থেকে চেন্নাই যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস।

বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। ৩টি কামরা বাদে করমণ্ডল এক্সপ্রেসের সমস্ত বগি লাইনচ্যুত হয়। খড়্গপুর থেকে দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিল উদ্ধারকারী ২টি দল। বালেশ্বরের কাছে দুর্ঘটনায় চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। ট্রেনটির ৮টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ১৭৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। আহতদের বালেশ্বরের হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে রেল সূত্রে জানা যাচ্ছে। 

এদিন দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ শালিমার স্টেশন থেকে ছাড়ে ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ট্রেনটি পৌঁছোয় বালেশ্বরে। কাছেই বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ কামরার ট্রেনটি। ৮টি কামরা লাইনচ্যুত হয়েছে। মালগাড়ির উপরে উঠে গিয়েছে ট্রেনের ইঞ্জিন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here