২৬/১১- র মুম্বাই হামলার ১২ তম বার্ষিকীতে ফের জঙ্গি হামলা, শহীদ ২ জওয়ান

আমাদের ভারত, ২৬ নভেম্বর:২৬/১১ মুম্বাই হামলার ১২ বছর পূর্তির দিনেই জম্মু কাশ্মীরে হামলা চালালো জঙ্গিরা। বৃহস্পতিবার দুপুরে শ্রীনগরের এইচ এম টি এলাকায় জঙ্গি হামলায় দুই সেনা জওয়ান শহীদ হয়েছেন। সেনে সুত্রে খবর ওই রাস্তা দিয়ে সেনার একটি কনভয় যাওয়ার কথা ছিল। তার আগে রুটিনমাফিক একটি রোড ওপেনিং পার্টি গিয়েছিল এলাকা পরিদর্শনে। সেই সময় হামলা চালায় জঙ্গিদের একটি দল। দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই হয়। ঘটনায় গুরুতর আহত হন দুই জওয়ান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদের মৃত্যু হয়।

ঘটনার পরই পুলিশ ও সিআরপিএফের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্পেশাল অপারেশনাল গ্রুপ এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। জঙ্গিদের সম্ভাব্য পালানোর পথ গুলিতে কড়া নজরদারি চলছে বলে খবর। বৃহস্পতিবারের হামলায় পাক জঙ্গিরাই জড়িত বলে অনুমান করা হচ্ছে।

আসন্ন ভোটের আগে বড় কোনো নাশকতার ঘটনা ঘটতে পারে বলে আগেই গোয়েন্দারা জানিয়েছিলেন। পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, প্রাথমিক ভাবে তারা জানতে পেরেছেন, তিনজন জঙ্গি একটি গাড়িতে করে এসেছিল। হামলা চালিয়ে তারা পালায়। ওদের মধ্যে দুজন বিদেশি ছিল বলে খবর।

আগামী ২৮ নভেম্বর জম্মু-কাশ্মীরের জেলা উন্নয়ন পর্ষদ গুলি নির্বাচন শুরু হবে। ১৯ ডিসেম্বর পর্যন্ত আট দফায় হবে ভোটগ্রহণ। গণনা হবে ২২ ডিসেম্বর। জৈশ ই মহম্মদ, হিজবুল মুজাহিদিনের মত পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো ভোট ভেস্তে দিতে হামলা চালাতে পারে। এর আগে ১৯ নভেম্বর জম্মুর নাগরোটায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪ জঙ্গির মৃত্যু হয়েছিল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here