
সাথী দাস, পুরুলিয়া, ৪ আগষ্ট: জেলা জুড়ে যখন করোনা নিয়ে মানুষের আতঙ্ক। দিন দিন সংক্রমণের সংখ্যা বাড়ছে। রুজি রুটি উপার্জন একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। দেওয়ালে পিঠ ঠেকে বেঁচে থাকার রসদ খুঁজছেন প্রান্তিক মানুষ। আর সেই সময় ব্যবসায়িক স্বার্থে করোনা সেল লিখে বিক্রি বাড়াতে চাইছে পুরুলিয়ার ঝালদার এক কাপড় বিক্রেতা।
ঝালদা শহরের পুরানো থানা সংলগ্ন একটি কাপড়ের দোকানের বাইরে টাঙ্গানো হয়েছে করোনা সেলের এই পোষ্টার। যার ফলে স্বাভাবিক ভাবেই পথ চলতি লোক সহ দোকানে আসা খদ্দেররা বুঝতেই পারছেন না এটা আবার কী ধরণের সেল? বিভ্রান্তিতে পড়েছেন অনেকে।
স্থানীয় বাসিন্দা লক্ষণ মাছুয়ার জানান, এই ধরণের বিজ্ঞাপন না দেওয়াই ভালো। কারণ এখন দেশ ভয়াবহ পরিস্থিতে রয়েছে। জানি না দোকানদার কেন মানুষকে এই ভাবে বিভ্রান্ত করছে। এটা প্রশাসনের দেখা উচিত।
দোকানদার জানান মানুষকে আকৃষ্ট করার জন্যেই এই করোনা সেল। এটা তিনি কোনও অপরাধ বা অন্যায় বলে মনে করছেন না।