বুধবার ভারতেই সমাহিত হবেন থাইল্যান্ডের তরুণী

তারক ভট্টাচার্য
আমাদের ভারত, ২৮ জানুয়ারি: কাল ভারতেই সমাহিত করা হবে থাইল্যান্ডের তরুণী সুরিন নাকতোইকে। সোমবার বিকেল পাঁচটা নাগাদ বাইপাসের ধারে বেসরকারি এক হাসপাতালে মৃত্যু হয় ৩২ বছর বয়সি সুরিনের। গত ২১ জানুয়ারি ওই তরুণী নোভেল করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ভর্তি হওয়ার পরই হাসপাতাল কর্তৃপক্ষ থাইল্যান্ড কনস্যুলেটের মাধ্যমে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিল। সূত্রের খবর, ভিনদেশ ভারতেও পরিবারের মেয়ের প্রতি যত্ন-আত্তি দেখে আপ্লুত সুরিনের পরিবার। তাই তাঁরা চাইছেন, মেয়েকে এদেশেই সমাহিত করতে।

বৌদ্ধ-ধর্মাবলম্বী ওই যুবতীর পরিবার। সুরিনকে সমাহিত করার জন্য তাই একজন বৌদ্ধভিক্ষুর খোঁজ করছিলেন পরিবারের লোকজন। তাঁরা ইতিমধ্যে মনোমতো ভিক্ষুও পেয়েছেন। শেষ পর্যন্ত তাঁর সাহায্যেই সুরিনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে চায় তাঁর পরিবার। মঙ্গলবারও তাই বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে রইল ওই যুবতীর দেহ। ওই বেসরকারি হাসপাতালের জেনারেল ম্যানেজার শুভাশিস দত্ত এই প্রসঙ্গে মঙ্গলবার বলেন, ‘মৃত মহিলা এক বিদেশি নাগরিক। তাই তাঁর দেহ সমাহিত করতে নানা নিয়মকানুন পালন করতে হচ্ছে। এই ব্যাপারে থাইল্যান্ড কনস্যুলেট আমাদের ভীষণভাবে সাহায্য করেছে। আশাকরি, আজ বুধবার ওই তরুণীর দেহ সমাহিত করা সম্ভব হবে।’

ওই তরুণী যে নোভাল করোনা ভাইরাসেই আক্রান্ত হয়েছিলেন, তার প্রমাণ মেলেনি। হাসপাতাল সূত্রে খবর, সুরিনের রক্তের নমুনা পাঠানো হয়েছে পুণের ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে। হাসপাতাল সূত্রে খবর, ‘আইসোলেটেড কেবিন’ থেকে সুরিনের দেহ সরানো হলে সেই কেবিনের শুদ্ধিকরণ চলবে। সেই প্রক্রিয়ার জন্য বিভিন্ন সংস্থার তৈরি গ্যাস এবং কেমিক্যাল ব্যবহার করা হবে। সেই গ্যাস এবং কেমিক্যাল প্রয়োগের পর অন্তত ছ’ঘণ্টা হাসপাতালের ওই কেবিনে জনপ্রাণীকে প্রবেশ করতে দেওয়া হবে না। হাসপাতাল সূত্রে খবর, ওই কেবিনে প্রবেশ করতে গেলে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের মুখে মাস্ক, হাতে দস্তানা-সহ চিকিৎসাক্ষেত্রের বিভিন্ন সুরক্ষাদ্রব্যের ব্যবহার গোড়া থেকেই বাধ্যতামূলক ছিল। কেবিন শুদ্ধিকরণের পরও সেই নিয়মের কোনও নড়চড় হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *