কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ ডিসেম্বর: শুভেন্দু অধিকারীকে নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। দলবদলের পর দাঁতনে বিজেপির সভায় শুভেন্দু অধিকারী। রবিবার শুভেন্দুর সভায় রোড শো জনসমুদ্রের রূপ নেয়। আর নয় অন্যায়, আর নয় বেকারত্ব এই দাবি নিয়ে ভারতীয় জনতা পার্টির পদযাত্রা ও সভার আয়োজন করা হয় বিজেপির দাঁতন-১ উত্তর ও দক্ষিণ মণ্ডলের উদ্যোগে। এদিন দাঁতন হাসপাতাল মোড় থেকে সরাইবাজার বাসস্ট্যান্ড পর্যন্ত এই পদযাত্রায় মহিলা সহ কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের স্বজনপোষন এবং নানাবিধ দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।
তৃণমূলকে ছিন্নমূল বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে রাজ্য থেকে উৎখাত করার আহ্বান জানান তিনি। তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, “এখন ওদের কথায় আমি বিশ্বাসঘাতক। শুভেন্দু বলেন, “এটা তো ট্রেলার সিনেমা এখোনো বাকি।” তৃণমূলের বিরুদ্ধে কটাক্ষ করে তিনি বলেন, “আমি এতদিন তৃণমূলে ছিলাম ঘেন্না ধরে গেছে। ওকানে একজন পোস্ট সব ল্যাম্পপোস্ট, আমি ল্যাম্পপোস্ট ছিলাম।”
তৃণমূলের কাটমানি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন,
স্কুলগুলিতে স্যানিটাইজার বিক্রিতেও কাটমানি, ১০০ দিনের টাকা, আমফানের টাকা সবেতেই কাটমানি।” এদিননের সভায় উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি শমিত কুমার দাস, শুভেন্দু অধিকারী, রমাপ্রসাদ গিরি সহ অন্যান্য জেলা ও মণ্ডল নেতৃত্বগণ।