
পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ জানুয়ারি: যথাযোগ্য মর্যাদায় সারা দেশজুড়ে আজ ৭৪তম সাধারণতন্ত্র দিবস পালিত হল৷ পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার মূল অনুষ্ঠানটি হয় মেদিনীপুরের পুলিশ লাইন্স ময়দানে। জেলাশাসক আয়েশা রাণী এ. জাতীয় পতাকা উত্তোলন করে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার দীনেশ কুমার সহ জেলার সমস্ত শীর্ষ পুলিশ আধিকারিকরা। কুচকাওয়াজে জেলা পুলিশের বিভিন্ন প্ল্যাটুন অংশগ্রহণ করে। সেই সঙ্গেই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পকে তুলে ধরে জেলা প্রশাসনের সুদৃশ্য ট্যাবলো প্রদর্শিত হয়। পরে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শিত হয়।