বাড়ছে করোনা, সোনারপুরে তিনদিনের লকডাউন ঘোষণা প্রশাসনের

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২৬ অক্টোবর:
গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বাড়ছে গোটা সোনারপুর এলাকাজুড়ে। আর সেই কারণে আগামী ২৮ থেকে ৩০ অক্টোবর রাজপুর সোনারপুর এলাকায় লকডাউনের সিদ্ধান্ত নিল প্রশাসন।

মঙ্গলবার এ বিষয়ে হরিনাভিতে পুরসভার প্রধান কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন, বারুইপুরের মহকুমা শাসক সুমন পোদ্দার, জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ইন্দ্রনীল মিত্র, ব্লক স্বাস্থ্য আধিকারিক অনুপ কুমার মিশ্র, সোনারপুর ও নরেন্দ্রপুর থানার আইসি ও পুর প্রশাসক মণ্ডলীর সদস্য ও বাজার কমিটির সদস্যরা। অত্যাবশকীয় পরিষেবা ছাড়া সমস্ত কিছুই বন্ধ থাকবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। পাশাপাশি, মাস্ক ব্যাবহার ও কোভিড বিধি পালনেও জোর দেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা।

দুর্গাপুজোর পর থেকেই সংক্রমণ বাড়তে শুরু করেছিল রাজপুর সোনারপুর পুরসভা এলাকায়। ইতিমধ্যেই ১৯ টি মাইক্রো কন্টাইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে সোনারপুর থানার পুলিশ এলাকার বাজার গুলিতে মাস্ক না পরায় অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করেছে। যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে চিন্তার ভাঁজ পরতে শুরু করেছে প্রশাসনের কপালে। একদিকে যেমন লকডাউন ঘোষণা করে সংক্রমণকে মোকাবিলা করা হচ্ছে, তেমনি অন্যদিকে সেফ হোমগুলিকে নতুন করে তৈরি রাখা হচ্ছে।

মহকুমাশাসক সুমন পোদ্দার বলেন, “গত কয়েকদিনে সংক্রমণ প্রচুর পরিমাণে বেড়েছে। যাতে এই সংক্রমণকে আমরা মোকাবিলা করতে পারি, সেই কারণে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মাস্কের ব্যবহার ও করোনা স্বাস্থ্যবিধির উপর পুনরায় জোর দেওয়া হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *