চম্পাহাটির হাড়ালে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের পর তৎপর প্রশাসন

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২৯ সেপ্টেম্বর:
রবিবার মধ্যরাতে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত চম্পাহাটির হাড়ালে বাজি কারখানায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের প্রকোপ এতটাই ছিল যে উড়ে যায় কারখানার চাল। মধ্যরাতে বিস্ফোরণের ফলে হতাহতের ঘটনা ঘটেনি ঠিকই, তবে আগামিদিনে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সেই কারণে তৎপর হয়েছে প্রশাসন। মঙ্গলবার সকালে বারুইপুর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বাজি ব্যাসায়ীদের সাথে বৈঠক করে প্রশাসন। বৈঠকে উপস্থিত ছিলেন, বারুইপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা। ছিলেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু, বারুইপুর থানার আইসি দেবকুমার রায়, বারুইপুরের এসডিপিও অভিষেক মজুমদার। এছাড়াও চম্পাহাটি হাড়াল বাজি ব্যবসায়ী সমিতির সদস্য ও এলাকার জন প্রতিনিধিরা।

সভায় সমস্ত বাজি ব্যবসায়ীদের দুর্ঘটনা এড়িয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়। সমস্ত বাজি কারাখার মালিকদের তাদের কারখানা বাড়ি থেকে নিদিষ্ট দূরে করতে অনুরোধ করা হয়েছে। কাজের শেষে শ্রমিকদের বাজির মজুত যেখানে রাখা হয়, সেখানে না থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি ব্যবসায়ীর প্রতিদিনের নিদিষ্ট স্টক, ব্যবসায়ী সমিতির কাছে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও বাজি ব্যবহার ও বাজি পোড়ানোর নিয়মাবলী প্রচারের অনুরোধ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। কোনও দুর্ঘটনা ঘটলে অবশ্যই প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও তাদের সমস্যার কথাও জানানো হয় প্রশাসনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *