স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সযত্নে চর্চার আবেদন বিশিষ্টদের

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ১৯ মার্চ:
স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগের প্রকৃত ঘটনাগুলো এই প্রজন্মের অনেকের কাছে অজানা। এগুলো বিস্মৃত হয়ে গেলে জাতির মেরুদণ্ড দুর্বল হয়ে পড়বে। বিপ্লবীদের কথাগুলো এই প্রজন্মের কাছে আরও বেশি করে তুলে ধরা উচিত।” রবিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার বিপ্লবতীর্থ চট্টগ্রাম স্মৃতি সংস্থার এক আলোচনায় এই মন্তব্য করেন বিধায়ক তথা মেয়র পারিষদ দেবাশিস কুমার। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সযত্নে চর্চার আবেদন করেন কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব।

শহিদ সূর্য সেন ভবনে এ দিন দেখানো হয় প্রদীপ ঘোষ পরিচালিত ‘বীরকন্যা প্রীতিলতা’ ছবিটি। তার আগে এক আলোচনাসভায় দেবাশিসবাবু বলেন, “সবাইকে বোঝাতে হবে কেবল কথায় স্বাধীনতা আসেনি। এর জন্য অনেক রক্ত ঝড়াতে হয়েছে। এ প্রসঙ্গে বাংলাদেশের ভাষা আন্দোলনের উল্লেখ করেন দেবাশিসবাবু।

এশিয়াটিক সোসাইটির প্রাক্তন সভাপতি পল্লব সেনগুপ্ত প্রীতিলতার বিপ্লবী সত্বার কথা আলোচনা করতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’-র কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মোঃ রেজা বলেন, “প্রীতিলতার এই অমর বীরত্বের কথা সর্বস্তরে ছড়িয়ে দেওয়া উচিত“। ‘বীরকন্যা প্রীতিলতা’ এবং স্বাধীনতা আন্দোলন প্রসঙ্গে মূল্যায়ণ করেন বিপ্লবতীর্থ চট্টগ্রাম স্মৃতি সংস্থার সভাপতি লীলা পুরকায়স্থ, সংস্থার সহ সভাপতি তথা এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক ডঃ সত্যব্রত চক্রবর্তী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডঃ সাজ্জাদ হোসেন, ছবির পরিচালক প্ৰদীপ ঘোষ প্রমুখ।

মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক ডা: মং ঊষা থোয়াই মারমা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, ছবির সহযোগী প্রযোজক শারমিনা চৌধুরী প্রমুখ। চট্টগ্রামের আন্দোলন প্রসঙ্গে নিজের লেখা একটি বই প্রসঙ্গে বলেন বিপ্লবতীর্থ চট্টগ্রাম স্মৃতি সংস্থার যুগ্ম সম্পাদক অজয় সেন। সংযোজনায় ছিলেন সংস্থার অপর যুগ্ম সম্পাদক তপন বিকাশ দত্ত। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন পিনাকি চক্রবর্তী এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য জসিমুদ্দিন চৌধুরী সবুজ। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবের এক প্রতিনিধি দল চট্টগ্রাম-সহ বাংলাদেশের কিছু অঞ্চলে রাষ্ট্রীয় আমন্ত্রণে গিয়েছিলেন। দলের অন্যতম সদস্য এই প্রতিবেদকের লেখা সংশ্লিষ্ট বিষয়ের প্রকাশিত রিপোর্ট নিয়ে প্রকাশিত একটি বই প্রেস ক্লাবের তরফে তিনি মঞ্চে উপস্থিত বিশিষ্টদের হাতে তুলে দেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here