আদিবাসী যৌথমঞ্চের ডাকা বাংলা বনধে ব্যাপক প্রভাব বাঁকুড়ায়, বিপর্যস্ত জনজীবন

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৮ জুন:
সিআরআই রিপোর্টে বদল ঘটিয়ে আদিবাসী নয় এমন মানুষদের আদিবাসী তকমা দেওয়ার বিরুদ্ধে আজ আদিবাসীদের ডাকা বাংলা বনধে ব্যাপক প্রভাব পড়েছে জেলাজুড়ে। বাস সহ সমস্ত রকম পরিবহন চলাচল করেনি। জেলার ৪০টির বেশি স্থানে অবরোধ করে রেখেছে বনধ সমর্থকরা।

কুড়মিদের আদিবাসী তালিকা ভুক্তির বিরোধিতা করে ১২টি আদিবাসী সংগঠন যৌথ মঞ্চ গঠন করে এই বনধের ডাক দিয়েছে। আজ সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে বনধ সমর্থকরা রাস্তা অবরোধ করে। সাইকেল সহ সমস্ত প্রকার যান চলাচল আটকে দেওয়া হচ্ছে। ৪২ডিগ্রী তাপমাত্রায় প্রখর রোদ উপেক্ষা করেই অবরোধে সামিল আদিবাসী যুবকরা। সামিল বৃদ্ধ থেকে মহিলারাও।

অবরোধের জেরে জনজীবন বিপর্যস্ত। বাঁকুড়া শহরে বনধের সেরকম প্রভাব না পড়লেও জঙ্গল মহল এলাকায় জনজীবন পুরোপুরি স্তব্ধ। যান চলাচল থেকে দোকান পাট সব বন্ধ।তালডাংরা, রতনপুর, বিবড়দা, খাতড়া-সহ জেলার সমস্ত এলাকায় ভালো প্রভাব পরিলক্ষিত হয়েছে। কোথাও কোনও আশান্তির খবর না থাকলেও বনধে আটকে পড়ে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। নিত্যযাত্রীদের অধিকাংশই আজ বাড়ি থেকে বের হননি। অবরোধের জেরে ৬০নং বাঁকুড়া রানীগঞ্জ, শালতোড়া-বাঁকুড়া ছাড়াও ঝাড়গ্ৰাম, রানীবাঁধের রাস্তা অবরুদ্ধ।

আদিবাসী সমাজের বাঁকুড়া জেলার সহ সভাপতি দেশবন্ধু সিং সর্দার জানান, সরকার সি আর আই রিপোর্টে বদল ঘটিয়ে আদিবাসী নয় এমন সম্প্রদায়কে আদিবাসী ভুক্ত করতে উদ্যত। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ সমগ্ৰ আদিবাসী সমাজ।আদিবাসীদের সমস্ত সংগঠন এই সিদ্ধান্তের বিরোধীতায় নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *