মেদিনীপুর কলেজ ময়দানে শুরু হল “বাংলা মোদের গর্ব” অনুষ্ঠান

জে মাহাতো, মেদিনীপুর, ১ জানুয়ারি: তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে আজ থেকে মেদিনীপুর কলেজ ময়দানে শুরু হলো “বাংলা মোদের গর্ব” শীর্ষক অনুষ্ঠান। শুক্রবার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জনস্বাস্থ্য কারিগরি ও পরিবেশ মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র। উপস্থিত ছিলেন জেলাপরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, সদর মহকুমাশাসক এবং অন্যান্য বিধায়কেররা। এই অনুষ্ঠান চলবে ৩ রা জানুয়ারি রবিবার পর্যন্ত।

কোভিড সংক্রান্ত বিধি-নির্দেশ মেনে এই অনুষ্ঠান ও প্রদর্শনী চলছে। অনুষ্ঠানে থাকছে স্বসহায়ক দলগুলির তৈরি দ্রব্য সামগ্রীর প্রদর্শনী, হস্তশিল্পের প্রদর্শনী, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের উপর প্রদর্শনী এবং “উন্নয়নের পথে মানুষের সাথে” শীর্ষক প্রদর্শনী। এছাড়াও মূল মঞ্চে থাকছে তিনদিন ধরে স্থানীয় শিল্পী, লোক প্রসার প্রকল্পের অন্তর্ভুক্ত শিল্পী এবং কলকাতা থেকে আগত শিল্পীদের অনুষ্ঠান।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here