দিঘা থেকে কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের মধ্য দিয়ে শেষ হল বাংলা বাণিজ্য সম্মেলন

আমাদের ভারত, দিঘা, ১২ ডিসেম্বর: দুদিনের বাংলা বাণিজ্য সম্মেলনের সমাপ্তি হল আজ। গতকালের কয়েকটি মৌচুক্তি স্বাক্ষরের পর আজ কর্মসংস্থানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করেন সম্মেলনের মঞ্চ থেকে। একটি অ্যাপারেল হোলসেল হাবের শিলান্যাস হল দিঘা থেকে। হাবটি হবে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার নুঙ্গিতে।

দ্বিতীয় প্রকল্প, তামা ও পিতল শিল্পীদের কাজের জায়গা ‘কমন ফেসিলিটি সেন্টারের’ শিলান্যাস হল দিঘা থেকে। এটি হবে বাঁকুড়ার লালবাজার ও শ্যামনগরে।
তৃতীয় প্রকল্প পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে স্টিল ফেব্রিকেশন ক্লাস্টারের শিলান্যাস হল দিঘার সম্মেলন মঞ্চ থেকে।

চতুর্থ প্রকল্পটি পুরুলিয়া জেলার ঝালদাতে পাথর শিল্পীদের জন্য কাজের জায়গার শিলান্যাস হল আজ।
এ ছাড়াও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে অন্যতম কাঁথা স্টিচ শিল্পীদের জন্য কমন প্রোডাকশন সেন্টার। এবং বোলপুরের বিশ্ব ক্ষুদ্র বাজারের পঞ্চাশটি বিক্রয় কেন্দ্রের চাবি তুলে দেওয়া হল হস্তশিল্পীদের হাতে। এছাড়াও নদিয়ার বীরনগরে মৃৎশিল্পীদের জন্য যৌথ উৎপাদন কেন্দ্রের উদ্বোধন হয় এই মঞ্চ থেকে। এইসব প্রকল্পগুলির বাস্তবায়ণের মধ্য দিয়ে বহু মানুষের কর্মসংস্থান হবে বলে জানান রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী অমিত মিত্র।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here