আশিষ মণ্ডল, বোলপুর, ২০ ডিসেম্বর: “বাইরে থেকে লোক নিয়ে এসে জমায়েত করেছে বিজেপি। এতে কোনও বাহাদুরি নেই। আমি মনে করলে চার পাঁচটা ব্লক থেকে পঞ্চাশ হাজার লোকের জমায়েত করতে পারি”। অমিত শাহের পদযাত্রা নিয়ে এভাবেই বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
রবিবার ঝটিকা সফরে শান্তিনিকেতনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিকেলে বোলপুর ডাকবাংলো মাঠ থেকে পদযাত্রা করেন। অমিত শাহ বলেন, “অনেক পদযাত্রা করেছি। কিন্তু এমন জনসমুদ্র দেখিনি”। এদিকে শাহর পদযাত্রায় এক কিলোমিটার দূরে এদিন বঙ্গধ্বনি যাত্রায় হাঁটেন অনুব্রত মণ্ডল, মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এরপরেই অনুব্রত বলেন, “ওরা ঝাড়খণ্ড, বর্ধমান, কাটোয়া, মেদিনীপুর থেকে লোক নিয়ে এসেছে। জেলার লোক ছিল না বললেই চলে। কিন্তু আমি যদি মনে করি তাহলে চার পাঁচটা ব্লক থেকে পঞ্চাশ হাজার লোক নিয়ে এসে সভা করতে পারি। মুখ্যমন্ত্রীর সভা হলে শুধু সিউড়ি মহকুমা থেকে সাড়ে পাঁচ লক্ষ জমায়েত করে দেখিয়ে দেব”। শিল্পী বাউল দাসের বাড়িতে অমিত শাহর খাওয়া প্রসঙ্গে অনুব্রত বলেন, “আমার রাজ্য নেতা চাইলে আমিও ওই বাড়িতে খাওয়াতে পারি। সব তো দিয়ে থুয়ে খাওয়ানো। তাছাড়া ওই চালের ভাত, সাদা তেলের রান্না ওরা খায় না। তবে যে কেউ কারও বাড়িতে খেতেই পারে”। অমিত শাহর সোনার বাংলা গড়ার দাবিকে নস্যাৎ করে অনুব্রত বলেন, “সোনার বাংলা না গড়ে আগে সোনার ভারত গড়ুক। কারণ তারা ভারতবর্ষের ক্ষমতায় রয়েছে। কৃষকদের আন্দোলন আগে মেটাক। তারপর সোনার বাংলা গড়বে”।
বিবেকানন্দ সরণীর উদ্বোধন নিয়ে তৃণমূলের জেলা সভাপতি বলেন, “কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করতে এখানে বিবেকানন্দের নামে রাস্তা করা হল। মানুষ এর জবাব দেবে”।