স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৮ জানুয়ারি: উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের নন্দঝার উচ্চতর বিদ্যালয়ে সমাজের বিশিষ্ট বুদ্ধিজীবীদের নিয়ে একটি আলোচনা সভা করল বিজেপি নেতৃত্ব। পশ্চিমবঙ্গকে সোনার বাংলা গড়তে সারা পশ্চিমবঙ্গের প্রতিটা বিধানসভা এলাকার বুদ্ধিজীবী, খেলোয়াড়, গায়ক, শিক্ষাবিদদের নিয়ে একটি আলোচনা সভা করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। সেইমত এই বৈঠক হয়।
রবিবার গোয়ালপোখরে বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠকে তাঁদের পরামর্শ নেওয়া হয়। বিজেপি নেতা তাপস বিশ্বাস বলেন, আগামী ২০৪৭ সালে ভারতবর্ষের স্বাধীনতার ১০০ বছর পূর্ন হবে। আর এই ২০৪৭ সালকে সামনে রেখে কি কি করলে সত্যিকারে পশ্চিমবঙ্গকে সোনার বাংলায় পরিণত করা যাবে সেই বিষয়ে পরামর্শ নেওয়া হয়। আগামী দিনে এই পরামর্শের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা তৈরি করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলার রূপরেখা ঠিক করা হবে।
এব্যাপারে তৃণমূল নেতা মুস্তাকিন আলম জানান, গোয়ালপোখরে বিজেপির পায়ের তলায় মাটি নেই, এখানে অন্য কোনো দলের সংগঠন নেই। সোনার বাংলা বিজেপি গড়তে পারবে না। সোনার বাংলা গড়লে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিই গড়বেন। গত দশ বছরে এলাকায় অনেক উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট, পুকুর, বাংলা আবাস যোজনার ঘর, কন্যাশ্রী, রূপশ্রী সহ বিভিন্ন প্রকল্পে মানুষ সুবিধা পাওয়ায় গত লোকসভা নির্বাচনে গোয়ালপোখরে ৫০০০০ ভোটের লিড পেয়েছিল তৃণমূল। একুশের বিধানসভায় মানুষ এক লক্ষের উপর লিড দিয়ে মন্ত্রী গোলাম রব্বানীকে বিধানসভায় পাঠাবে এবং তৃতীয় বারের জন্য তৃণমূল সরকার গঠন করবে।