দাঁতনে মুখ্যমন্ত্রীর ছবি সরিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ ডিসেম্বর: ৭ ডিসেম্বর মেদিনীপুরের জনসভার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে সাজানো হয়েছিল দাঁতন থানার বিভিন্ন এলাকা। সেই সমস্ত ছবি সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, রাতের অন্ধকারে মুখ্যমন্ত্রীর কাট আউট ও ছবি সরিয়েছে বিজেপির লোকজন। যদিও তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। এক সপ্তাহ আগে দাঁতনে সভা করেছে তৃণমূল। সেই সময়ও মুখ্যমন্ত্রীর আরও বেশ কিছু ছবি লাগানো হয়। এরপর আজ রবিবার সেখানে সভা করছে বিজেপি। এজন্য বিজেপির পক্ষ থেকেও দিলীপ ঘোষ, নরেন্দ্র মোদী সহ অন্যান্য নেতাদের কাটাউট, ছবি ও পতাকা দিয়ে এলাকা সাজানো হচ্ছে। দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান জানিয়েছেন, দাঁতন এলাকায় মুখ্যমন্ত্রীর যেসব ব্যানার, কাটাউট ও ছবি টাঙানো হয়েছিল বৃহস্পতিবার দেখা যায় সেই সমস্ত ছবি সরিয়ে ফেলা হয়েছে। বিধায়কের অভিযোগ, সম্প্রতি যারা বিজেপিতে যোগ দিয়েছেন তারাই এই কাজ করেছে।

বিধায়কের অভিযোগ উড়িয়ে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি নেতা মোশারফ মল্লিক বলেন, আজ রবিবার আমাদের সভা রয়েছে। এজন্য দাঁতন বিধানসভা এলাকায় দলীয় নেতৃত্বের কাটাউট ছবি ও পতাকা দিয়ে সাজানো হচ্ছে। তৃণমূল পরিকল্পিতভাবে আমাদের সভার আগে রাজনৈতিক উত্তেজনা ছড়ানোর জন্য তারা নিজেরাই তাদের পতাকা ছবি সরিয়ে ফেলেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here