মেয়েদের স্কুলের শৌচাগার নিজে হাতে ঘষে পরিষ্কার করলেন বিজেপি সাংসদ, ভাইরাল হল ভিডিও

আমাদের ভারত, ২৪ সেপ্টেম্বর: উদাহরণ তৈরি করলেন বিজেপি সাংসদ। স্কুলে বৃক্ষরোপণের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন স্থানীয় সংসদ জনার্দন মিশ্র। বৃক্ষ রোপণের পর গার্লস স্কুলটি ঘুরে দেখতে চান তিনি। ঘুরতে ঘুরতে স্কুলের শৌচাগার চূড়ান্ত অপরিষ্কার দেখে অবাক হয়ে যান।

তৎক্ষণাৎ সেই শৌচাগার পরিষ্কার করার নির্দেশ দিয়ে দাঁড়িয়ে থাকতে পারতেন তিনি। কিন্তু সেটা করেননি। মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ জনার্দন মিশ্র নিজেই নেমে পড়েন মাঠে। একেবারে নিজে হাতে টয়লেট ঝকঝকে করে তোলেন।

নির্বাচিত জনপ্রতিনিধির এই উদ্যোগের প্রশংসা করেছেন নেট নাগরিকরা।মধ্যপ্রদেশের খাতকারি গার্লস স্কুলের এই ভিডিও টুইটারে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে পাজামা পাঞ্জাবি পরা সাংসদ একটি বালতি থেকে মগে করে জল নিয়ে বাথরুমে ঢালছেন। তারপর টয়লেটের পাইপ পরিষ্কার করছেন। ঘষে ঘষে রীতিমতো পরিষ্কার করছেন তিনি, যা সকলের নজর কেড়েছে।

বিজেপি তরফে ঘোষণা করা হয়েছিল ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন থেকে ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্ম দিবস পর্যন্ত সাফাই অভিযান চালাবে বিজেপির যুব মোর্চা। সংসদের এই উদ্যোগ এই কর্মসূচির অংশ। সাংসদ জানান, স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বজায় রাখা সকলের কর্তব্যের মধ্যে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *