শোভন বৈশাখী জুটিকে সামনে রেখে কলকাতা দখলের পরিকল্পনা নিল বিজেপি

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৭ ডিসেম্বর:
অবশেষে বিজেপিতে গুরুত্ব বাড়ল শোভন চ্যাটার্জির। বিধানসভা ভোটের আগেই কলকাতার প্রাক্তন মেয়রকে কলকাতার দায়িত্ব দিল মুরলীধর সেন লেন। রাজ্য বিজেপি রবিবার তাঁকে কলকাতা জেলার পর্যবেক্ষক করল।

কলকাতাতে এখনও সেভাবে সংগঠনের দানা বাঁধেনি। যোগ্য নেতার অভাবে সেভাবে সংগঠনের কাজে গতি আসেনি বলে মনে করছেন কেন্দ্রীয় নেতৃত্ব। অথচ বছর ঘুরলেই বিধানসভার ভোট। তার আগে সংগঠনের কাজে গতি আনতে হবে তা ভালোই বুঝতে পারছেন অমিত শাহ থেকে জেপি নাড্ডা। সেই জন্য রাজনীতিতে পোড় খাওয়া শোভন চ্যাটার্জির উপরে ভরসা রাখল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কলকাতার ১৪টি বিধানসভার আসন, এছাড়াও শহরতলীর কয়েকটা আসনে বিজেপি ভালো অবস্থায় নেই। দক্ষিণ ২৪ পরগনাতে সংগঠন সেভাবে দানা বাঁধেনি। এই জেলায় দীর্ঘদিন তৃণমূলের দায়িত্বে ছিলেন শোভন চট্টোপাধ্যায়। তাই শোভন চট্টোপাধ্যায়কে কলকাতার দায়িত্ব দিয়ে সংগঠনে গতি আনার চেষ্টা করল মুরলীধর সেনলেন।

শোভন চ্যাটার্জির সঙ্গে কলকাতা জেলার কো কনভেনার করা হল বৈশাখী ব্যানার্জিকে। এছাড়াও কো কনভেনার করা হয়েছে তৃণমূল থেকে আসা শঙ্কুদেব পণ্ডাকে। যুবমোর্চার প্রাক্তন রাজ্য সভাপতি দেবজিত সরকারকে করা হয়েছে কনভেনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *