নীল বণিক আমাদের ভারত, কলকাতা, ৩ ফেব্রুয়ারি:
রথ যাত্রার অনুমতি চেয়ে নবান্নে চিঠি বিজেপির। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজ্য বিজেপি এই চিঠি দিয়েছে।
প্রসঙ্গত, আগামী ৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যে রথ বের করবে বিজেপি। ফেব্রুয়ারি মাসে ২০- ২২ দিন ধরে বিজেপির এই কর্মসূচি চলবে। সেই কর্মসূচির অনুমতির জন্যই নবান্নে চিঠি দিয়েছে রাজ্য বিজেপি। তবে বিজেপির রথ যাত্রা নিয়ে নবান্ন থেকে অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়েছে। বুধবার দুপুরে রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রতাপ ব্যানার্জিকে নবান্ন থেকে একটি চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে,
রথগুলি প্রত্যেকটি স্থানীয় স্তরে বের হবে। তাই আইন-শৃঙ্খলার ব্যাপারে স্থানীয় পুলিশ প্রশাসনের থেকেই বিজেপিকে অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নবান্ন থেকে। কলকাতার ব্যাপারে অনুমতি দেবে কলকাতা পুলিশ।
দলীয় সূত্রে খবর, রাজ্য বিজেপি নেতারা চাইছিলেন রথ যাত্রার আগে নবান্নের প্রশাসনিক কর্তাদের সঙ্গে এ ব্যাপারে একটা বৈঠক করতে। রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন রাজ্য বিজেপি নেতারা। কিন্তু তা যে হচ্ছে না তা নবান্নের চিঠিতেই পরিষ্কার হয়ে গেল।