পুরুলিয়ায় জেলা জুড়ে ভোটের দেওয়াল দখল শুরু বিজেপির

সাথী দাস, পুরুলিয়া, ২৭ নভেম্বর: ভোটের জন্য কোমর বেঁধে নামল বিজেপি। সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি জেলা জুড়ে শুরু হল বিজেপির দেওয়াল দখলের কাজ। আজ বাঘমুন্ডি বিধানসভার অন্তর্গত ঝালদা পৌরসভা এলাকার ৬ নম্বার ওয়ার্ডে হাতে রং তুলি নিয়ে দেওয়াল দখল ও প্রতীক চিহ্ন আঁকতে দেখা গেল জেলা সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতোকে। তিনি বলেন, “শুধু ঝালদা শহরের নয়, বাঘমুন্ডি সহ ৯টি বিধানসভা এলাকাতেই আগামী ৭ দিনের মধ্যে দেওয়াল দখলের কাজ শেষ হবে।” প্রতীক এঁকে দেওয়াল দখল করে শুধু ভোট প্রচারই নয়, কর্মীদের প্রস্তুত হওয়ার জন্য একটা বার্তা পৌঁছবে বলে মনে করছেন জেলা বিজেপির এই নেতা।

শঙ্করবাবু আরও জানান, “ভোটের যাবতীয় প্রস্তুতি নেওয়ার জন্য যা দরকার আমরা তা নিয়েছি। দলের প্রতীক প্রতিটি ভোটারের মনে পৌঁছানোর লক্ষ্যে প্রতীক এঁকে দেওয়াল দখল করছি।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here