সাথী দাস, পুরুলিয়া, ২৩ জুন: দলের সংগঠন শক্তিশালী করতে অগ্নি সাক্ষী রেখে শপথ নিলেন বিজেপি নেতা কর্মীরা। মঙ্গলবার, ঝালদা থানার পুস্তি অঞ্চলে বিজেপির পক্ষ থেকে ‘ভারত কেশরী’ ডা: শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস পালন করা হয়। একই সঙ্গে পুস্তি অঞ্চলে বিজেপিকে আরো শক্তিশালী করতে অগ্নিকে সাক্ষী রেখে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। রথযাত্রা উপলক্ষ্যে পুস্তি অঞ্চলের তরাং বাজারে একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন হয়। উদ্বোধন করেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো।
শঙ্করবাবু জানান, আজ ড: শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস ও রথযাত্রা তাই, এদিনের গুরুত্ব ভেবে অগ্নিকে সাক্ষী রেখে শপথ নিলাম। এর উদ্দেশ্য হল এলাকায় তথা জেলায় বিজেপিকে শক্তিশালী করা এবং মানুষের পাশে থেকে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া।
প্রসঙ্গত, ঝালদার এই অঞ্চলে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর নিজের বুথ রয়েছে। চলতি এই অঞ্চল থেকেই পর্যায় ক্রমে বিজেপির স্থানীয় সংগঠক সহ বেশকিছু সমর্থিত পরিবারকে দলে টেনে নেয় তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় দলের নিচু স্তরের কর্মী ও সমর্থকদের মনে প্রভাব পড়তে পারে। এই আশঙ্কা স্থানীয় নেতৃত্বের।