করোনায় মৃতদের দেহ জঙ্গলে নিয়ে গোপনে পুড়িয়ে ফেলা হচ্ছে, অভিযোগ ভারতী ঘোষের

আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ এপ্রিল: করোনায় মৃতদের দেহ জঙ্গলে নিয়ে গিয়ে, গোপনে পুড়িয়ে ফেলা হচ্ছে। এই মারাত্মক অভিযোগ করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। তাঁর আরও অভিযোগ, মৃতের সংখ্যা লুকোচ্ছে রাজ্য সরকার। কয়েক হাজার কিট থাকা সত্বেও ব্যাপক ভাবে করো না পরীক্ষা করা হচ্ছে না।

করোনা চিকিৎসা পরিষেবা নিয়ে  মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেছেন  রাজ্য বিজেপির সহ-সভাপতি  ভারতী ঘোষl মুখ্যমন্ত্রীকে রীতিমতো কটাক্ষ করে বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, করোনা আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়ে চললেও এ রাজ্যে ভারতবর্ষের মধ্যে সবথেকে  কম টেস্ট করা হয়েছেl রাজ্যে যে সাতাশ হাজার পাঁচশো কিটস রয়েছে সেগুলো ব্যবহার করতে ব্যর্থ হয়েছে মুখ্যমন্ত্রীর হাতে থাকা স্বাস্থ্য দপ্তরl এ পর্যন্ত টেস্ট করার সংখ্যা হাজার ছাড়ায়নি l

বিজেপি নেত্রী অভিযোগ করেন, স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ায় চিকিৎসকদের মৃত্যু হচ্ছে, চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত অনেকেই করোনা আক্রান্ত হচ্ছেন, তাদের রেনকোট দেওয়া হচ্ছে পিপিই দেওয়া হচ্ছে নাl বিভিন্ন এলাকায় ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতিl অনেক জায়গাতেই লকডাউন মানা হচ্ছে নাl মুখ্যমন্ত্রী নিজেই ঘুরে বেড়াচ্ছেনl ভারতী দেবী বলেন, মুখ্যমন্ত্রী অডিট কমিটি করে মৃতের সংখ্যা লুকাচ্ছেন আর বলছেন যুদ্ধ জয় করছিl  রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত জেলা প্রশাসনকে তাঁর এই রাজনীতির খেলায় জড়িয়ে ফেলেছেনl রাজ্যপালকে লেখা চিঠিতে তিনি নিজেকে নির্বাচিত মুখ্যমন্ত্রী বলছেন অথচ উল্লেখ করছেন রাজ্যের স্বরাষ্ট্র এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবেl যে দুটো দপ্তরেরই  তিনি বারোটা বাজিয়েছেন বলে কটাক্ষ করেন ভারতী ঘোষl

তিনি উষ্মা প্রকাশ করে বলেন, মানুষ মারা যাবার পর যা  করছেন  তা অত্যন্ত লজ্জাজনকl মৃতদেহ লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জঙ্গলে এবং  গোপনে পুড়িয়ে ফেলা হচ্ছেl করোনা আক্রান্তদের পরিবারের লোকজনদের নোংরা হাসপাতালে ফেলে রেখে তাদের জীবনগুলোকে খুব সস্তা করে করে দেওয়া হচ্ছেl সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, সংবাদমাধ্যম এ বিষয়ে বিশেষ মুখ খুলতে চাইছে না কিন্তু সঠিক  তথ্য  উদঘাটন হওয়া উচিতl 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *