বিজেপি সদস্যের দেহ উদ্ধার পুরুলিয়ার ঊরমা রেল স্টেশনের নর্দমা থেকে

সাথী দাস, পুরুলিয়া, ১ ফেব্রুয়ারি: পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি সদস্যের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য পুরুলিয়ায়। মঙ্গলবার বিকেলে দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা- চান্ডিল শাখার ঊরমা রেল স্টেশনের কাছে নর্দমার মধ্যে থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তির নাম বানেশ্বর হেমব্রম (৩২)। বাড়ি বলরামপুর থানার কুমারডি সংসদের রঘুনাথডি টোলায়। বলরামপুর ব্লকের ঘাটবেড়া-কেরোয়া পঞ্চায়েতের কুমারডি ২ নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য ছিলেন তিনি।

এদিকে বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙ্গার অভিযোগ, খুন করা হয়েছে ওই বিজেপি সদস্যকে। এর জন্য শাসক দল দায়ী। পঞ্চায়েত নির্বাচনের আগে ফের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে শাসক দল। তাই সিবিআই তদন্ত চাই। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন স্থানীয় বলরামপুর বিধানসভার বিধায়ক বানেশ্বর মাহাতো। তিনি বলেন, “রহস্যজনক মৃত্যু।

যদিও পরিবারের লোকজন এই ঘটনার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করছেন। মৃত বানেশ্বর হেমব্রমের স্ত্রী সাম্বরি হেমব্রম পুরুলিয়া জিআরপি স্টেশনে দেহ সনাক্ত করে কান্নায় ভেঙে পড়েন। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। একা কীভাবে সংসার চালাবেন তা কূল কিনারা পাচ্ছেন না তিনি। তিনি বলেন, “সোমবার ভোরে দেখি বিছানায় স্বামী নেই। মোবাইল ফোন বাড়িতে রেখে যান। মঙ্গলবার বিকেলে স্বামীর দেহ পড়ে থাকার খোঁজ পাই। বাড়িতে কোনও অশান্তি ছিল না। কোনও শত্রু ছিল না। কিভাবে প্রাণ গেল স্বামীর বুঝে উঠতে পারছি না।”

তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বিজেপির উদ্দেশ্যে বলেন, “শোক স্তব্ধ পরিবারের পাশে থাকুন। নোংরা রাজনীতি বন্ধ করুন। তৃণমূলকে দায়ী করে নিজেদের সমস্যা আড়াল করতে চাইছে বিজেপি। মানুষের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। তাই পঞ্চায়েত ভোটের আগে নোংরা রাজনীতি করে বাজার গরম করতে উদ্যোগী হচ্ছে তারা। তৃণমূল ওদের প্ররোচনায় ভুল করবে না।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here