সাথী দাস, পুরুলিয়া, ৩০ জুন: পুরুলিয়া রেল স্টেশনের বুকিং কাউন্টারের পাশে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃতের পরিচয় জানা যায়নি।
আজ সন্ধ্যে নাগাদ টিকিট কাউন্টারের পাশে বসার যায়গায় ওই ব্যক্তিকে বসে থাকতে দেখেন কয়েকজন। হঠাৎ ঢলে পড়ে যান তিনি। দীর্ঘক্ষণ ওই অবস্থায় দেখতে পেয়ে রেলওয়ে হাসপাতালের চিকিৎসককে খবর দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার হাতে একটি মানি ব্যাগ ও একটি থলি ছিল।