বনগাঁয় নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার ইছামতি নদী থেকে

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৮ মার্চ: রাতভর নিখোঁজ থাকার পর এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন উত্তর ২৪ পরগনার ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর ছয়ঘড়িয়ার বাসিন্দা সমির রায়। কিন্তু রাতভর তার কোনও খোঁজ মেলেনি। বাড়ির লোকজন আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর হদিস পাননি। অবশেষে বুধবার সকালে পুলিশ বনগাঁর মতিগঞ্জ হাটখোলা এলাকায় ইছামতি নদী থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে।

পরিবার সূত্রের খবর, ওই ব্যক্তি ওই দিন রাতে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতভর তার কোনও খোঁজ মেলেনি। রাতেই পেট্রাপোল থানায় মিসিং ডায়েরি করা হয়। আজ সকালে বনগাঁর মতিগঞ্জ হাটখোলা এলাকায় ইছামতি নদীর পারে একটি ভ্যানের উপরে জামাকাপড় দেখে এলাকার বাসিন্দাদের সন্দেহ হলে তারা বনগাঁ থানা পুলিশকে খবর পাঠায়। বনগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডুবুরি নিয়ে তল্লাশি চালিয়ে উদ্ধার করে ওই ব্যক্তির মৃতদেহ।

মৃত বৃদ্ধ সমির রায়ের ছেলে সুজিত রায় জানিয়েছেন, গতকাল থেকে বাবা নিখোঁজ ছিল। আমরা পেট্রাপোল থানায় লিখিত ভাবে জানিয়েছিলাম। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা বলতে পারছি না। পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here