
গোপাল রায়, আরামবাগ, ৬ জুন: শনিবার সকালে কানা দ্বারকেশ্বর নদীর জলে এক অজ্ঞাত পরিচয় যুবতীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল আরামবাগে। ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার অন্তর্গত বলরামপুর এলাকায়।
জানা গেছে, আরামবাগ বলরামপুরে কানা দ্বারকেশ্বর নদীর ব্রিজের নিচে জলের মধ্যে এক যুবতীর মৃতদেহ দেখতে পায় স্থানীয় মানুষজন। এরপর আরামবাগ থানায় খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে। রাতের অন্ধকারে ওই যুবতীকে খুন করে নদীর জলে ফেলে দিয়ে গেছে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের। মৃত ওই যুবতীর নাম, পরিচয় এখনো জানা যায়নি। আরামবাগ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। কিভাবে ওই যুবতী মৃতদেহ নদীর জলে এলো ও মৃত্যুর কারণ সম্পর্কে তদন্ত নেমেছে আরামবাগ থানার পুলিশ।