আমাদের ভারত, মেদিনীপুর, ২২ জুন: মেদিনীপুর শহর সংলগ্ন এলাকা থেকে সোমবার সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানার পুলিশ । মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকের জঙ্গল লাগোয়া ঝোপঝাড়ের মধ্যে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কোতোয়ালি থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বছর পঞ্চাশের ওই ব্যক্তি মৃত্যুর কারণ ও পরিচয় জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখছে কোতোয়ালি থানার পুলিশ।