
নীল বনিক, আমাদের ভারত, ২৭ মার্চ: উত্তর ২৪ পরগনার বসিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বদরতলায় সদ্যোজাত এক শিশুপুত্রের দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। জেলা স্বাস্থ্য আধিকারিক অফিসের পিছনের খালে পড়েছিল।
সদ্যোজাতের কপালে টিকিট নম্বর লাগানো আছে–হাসপাতালেই এই টিকিট লাগানো হয়। বসিরহাট স্বাস্থ্য জেলা দপ্তরে খবর দিলে হাসপাতালের ডোম এসে মৃতদেহ তুলে নিয়ে যায়। প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে খোদ জেলা হাসপাতালে চত্বরের মধ্যে খালে কিভাবে সদ্যোজাতের মৃতদেহ পাওয়া গেল। তাহলে কি হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার সময় পরিকল্পনা করে শিশুপুত্রকে খালে ফেলে দিয়ে গিয়েছে। সবটাই তদন্তে রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত শিশু পুত্রের পরিচয় জানার চেষ্টা চলছে।