স্বরূপ দত্ত, আমাদের ভারত, ১০ জানুয়ারি: মায়ের মৃতদেহ চারদিন ধরে ঘরের মধ্যে রেখে দিলেন ছেলে। উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সুভাষনগর গ্রামের ঘটনা। দুর্গন্ধে এলাকার মানুষ টের পেলে বিষয়টি জানাজানি হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর হাসপাতালের মর্গে নিয়ে গেছে। মৃতার ছেলের দাবি, মৃত্যুর পর প্রতিবেশী একজনকে জানানো হয়েছিল। সে তার কথায় আমল না দেওয়ায় দেহ ঘরেই রেখে দিয়েছিলেন।
জানাগেছে, চোপড়া ব্লকের সুভাষনগরের বাসিন্দা কুসুম চক্রবর্তী। তার এক ছেলে রামকৃষ্ণ চক্রবর্তী। মা ভিক্ষাবৃত্তি করে এনে ছেলেকে খাওয়াত। ছেলে রামকৃষ্ণ চক্রবর্তী মানসিক ভারসাম্যহীন হওয়ায় প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ রাখত না। দিন চারেক আগে বৃদ্ধা কুসুমদেবীর মৃত্যু হয়। প্রতিবেশীদের সঙ্গে তার যোগাযোগ না থাকায় রামকৃষ্ণবাবু মায়ের মৃত্যুর খবর কাউকে জানায়নি। এলাকার এক বাসিন্দাকে ঘটনাটি জানালেও সে তার কথায় আমল দেয়নি বলে অভিযোগ। প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য না পেয়ে মায়ের দেহ ঘরেই রেখে দিয়েছেন। আজ এলাকায় পচা দুর্ঘন্ধ পেয়ে এলাকার মানুষ রামকৃষ্ণর কাছে এসে মায়ের খোঁজ নেয়। তখনই ঘটনাটি জানাজানি হয়।এলাকার মানুষ চোপড়া থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে পচাগলা দেহ উদ্ধার করে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।