ইছামতিতে মাছ ধরতে গিয়ে ছেলে ফিরলেও বাবা ভেসে গেল জলে

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২২ নভেম্বর: মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে জলের তোড়ে ভেসে গেল বাবা। সাঁতরে কোনও রকমে প্রাণে বাঁচল ছেলে। বসিরহাট থানার সংগ্রামপুর ইছামতি নদীর ঘটনা।

বুধবার সংগ্রামপুর পশ্চিম পাড়ার বাসিন্দা বছর ৩২এর আসলাম গাজী তার ১৩ ছেলে বছরের ছেলে ইরফানকে সঙ্গে নিয়ে নৌকায় ইচ্ছামতী নদীতে মাছ ধরতে যায়।প্রতিদিনের মতই বুধবারও নদীতে মাছ ধরতে যায় বাবা ও ছেলে। সারাদিন কেটে গেলেও দেখে বাবা ছেলে কেউ ফিরছে না দেখে উৎকন্ঠায় ছিল গোটা পরিবার। সন্ধ্যেবেলায় ইছামতি নদী সাঁতরে বছর ১৩–র ইরফান কোনওরকম প্রাণে বেঁচে বাড়ি ফেরে। কিন্তু, বাবা আসলাম গাজী আর ফেরেননি। ইছামতি নদীর জল বেড়ে যাওয়ায় নৌকা থেকে পড়ে যান আসলাম। নৌকা উল্টে গেলেও কোনওরকমে প্রাণে নদী সাঁতরে বাড়ি ফেরে ইরফান। বুধ, বৃহস্পতি দুদিন ইছামতি নদীতে তল্লাশি চালিয়েও কোনও খোঁজ মেলেনি। এমনকি সীমান্তরক্ষী বাহিনীকেও তল্লাশির কাজে নামানো হয়।

এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া গাজী পরিবারে। সংগ্রামপুর গোটা গ্রামেই মৎস্যজীবীদের বাস। তাই সব মিলিয়ে স্বজন হারানোর বেদনা আর কান্না গোটা গ্রামকে শোকাচ্ছন্ন করে তুলেছে। একদিকে যেমন সাহসিকতার পরিচয় দিয়েছে ছেলে ইরফান। অন্যদিকে স্ত্রী হারিয়েছে স্বামীকে। নদীতে তল্লাশি জারি রেখেছে প্রশাসন। আর গোটা গ্রাম তাকিয়ে রয়েছে ইছামতির দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *