বাস চালিয়ে প্রথম দিনেই হাজার টাকা লোকসান উত্তর দিনাজপুরের বাসমালিকদের

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৭ জুন: প্রথম দিনেই বাস চালিয়ে হাজার টাকা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন উত্তর দিনাজপুর জেলার বেসরকারি বাস, মিনিবাস মালিকরা। কোনও কোনও বাসের তেল খরচও উঠছে না। ফলে চরম দুশ্চিন্তার মধ্যে পড়েছেন বেসরকারি বাস মালিকরা। তবুও এরইমধ্যে তারা আগামী এক সপ্তাহ বাস চালিয়ে দেখবেন। পরিস্থিতির উন্নতি না হলে বাস চলাচল বন্ধ করে দিতে বাধ্য হবেন বলে জানিয়েছেন উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক প্লাবন প্রামানিক। তবে আশা সোমবার থেকে অফিস খুলে গেলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।

রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে পুরোনো ভাড়াতে এবং সমসংখ্যক আসনে যাত্রী নেওয়ার সিদ্ধান্ত মেনে শনিবার থেকে রাস্তায় বাস নামিয়েছেন উত্তর দিনাজপুর জেলার বেসরকারি বাস মিনিবাস মালিকরা। কিন্তু প্রথম দিনেই বাসগুলিতে যাত্রী সংখ্যা ছিল একেবারেই নগন্য। রায়গঞ্জ-মালদা রুটে ৩ টি, রায়গঞ্জ বালুরঘাট রুটে ৩টি এবং রায়গঞ্জ-শিলিগুড়ি রুটে ৩টি করে বাস চালিয়েছিল বাস মালিক সংগঠন। এছাড়াও বিন্দোল, ভাটোল, সহ বেশকিছু লোকাল রুটেও বাস চালিয়েছিলেন গতকাল। কিন্তু করোনা আবহের জেরে বাসে যাত্রী সংখ্যা প্রায় ছিল না বললেই চলে। ফলে বাস চালিয়ে লাভের মুখ দেখা তো দূরের কথা এক একটি বাসে ১৫০০ থেকে ২০০০ টাকা আর্থিক ক্ষতি হয়েছে বাস মালিকদের। অথচ শিলিগুড়ি, বালুরঘাট বা মালদা থেকে কিন্তু কোনও বেসরকারি বাস রায়গঞ্জে আসেনি। ফলে এভাবে আর্থিক ক্ষতি করে বাস পরিষেবা দিতে নারাজ অনেক বাস মালিকরা।

উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক প্লাবন প্রামানিক জানিয়েছেন, আরও এক সপ্তাহ তাঁরা বাস চালাবেন, যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তাঁরা বন্ধ করে দিতে বাধ্য হবেন। তবে তাদের আশা আগামী সোমবার থেকে অফিস কাছারি পুরোদমে চালু হলে তাদের ব্যাবসায় কিছুটা উন্নতি হবে।

রায়গঞ্জ-শিলিগুড়ি রুটে ডালখোলায় চরম যানজট নিয়ে পুলিশ প্রশাসনকে ব্যাবস্থা গ্রহনের আবেদন জানিয়েছেন উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক প্লাবন প্রামানিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *