কার্বন বোঝাই লরি উলটে গেল পুরুলিয়া শহরে, ভাঙ্গল একের পর এক দোকান

সাথী দাস, পুরুলিয়া, ৩ জুন: কর্ণাটক থেকে আসা কার্বন বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেয়ে উল্টে গেল পুরুলিয়ায়। ভোর রাতে ঘটনাটি ঘটে পুরুলিয়া শহরের গোশালা মোড়ে। ঘটনায় বরাত জোরে বেঁচে যান লরির চালক ও খালাসি।

নিয়ন্ত্রণ হারিয়ে ওই লরিটি একের পর এক দোকানে ধাক্কা মারে। এরফলে বেশ কয়েকটি দোকান ভেঙ্গে যায়। তারপর লরিটি উলটে যায়। তবে দোকানগুলিতে কেউ না থাকায় ঘটনায় কেউ হতাহত হয়নি বলেই জানা গিয়েছে।

কার্বন বোঝাই লরিটির কর্ণাটক থেকে দুর্গাপুরে যাওয়ার কথা ছিল। লরিটি রাস্তার উপরে পড়ে থাকায় যান চলাচলে সমস্যা হয়। পরে অবশ্য গোশালা মোড়ের ৬০ এ পুরুলিয়া বাঁকুড়া  সড়কের উপর থেকে দুর্ঘটনাগ্রস্ত লরিটি ক্রেনের সাহায্যে  সরিয়ে রাস্তা পরিষ্কার করা হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here