রাজেন রায়, কলকাতা, ১৬ জানুয়ারি: বছর দুয়েক আগে লোকসভা নির্বাচনের ঠিক আগে পাকিস্তানে এয়ারস্ট্রাইক করে সারাদেশের নজর কেড়ে নিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। আর এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ঠিক আগে করোনা টিকাকরণ নিয়ে ফের যাতে সম্পূর্ণ কৃতিত্ব প্রধানমন্ত্রী না নেন, তার জন্য করোনা ভাইরাস নিয়ে কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাজ্যে এই টিকাকরণ প্রক্রিয়া চলার সময় মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাজ্যে কেন্দ্রীয় সরকার কম টিকা পাঠিয়েছে। কিন্তু তাতে চিন্তিত হওয়ার কোনও কারণ নেই কারণ, রাজ্য সরকার প্রয়োজনে সরাসরি সংস্থার কাছ থেকে কিনে রাজ্যের সব নাগরিককে বিনা পয়সায় এই টিকা দেবে।
শনিবার টিকাকরণ পর্ব শুরু হওয়ার পর দুপুর ১টা নাগাদ নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত টিকাকরণ কেন্দ্রগুলির পরিস্থিতি খতিয়ে দেখা হয়। পাশাপাশি সব জেলার জেলাশাসক-সহ স্বাস্থ্য কর্মীদের একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্ন থেকে ভ্যাকসিন পর্ব দেখার সময় মুখ্যসচিবের ফোন থেকেই জেলাশাসকদের একথা বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার রাজ্যে কম পরিমাণ ভ্যাকসিন পাঠিয়েছে। এতে সবার ভ্যাকসিন দেওয়া হবে না। কিন্তু তাতে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। রাজ্য সরকার সবাইকেই এই ভ্যাকসিন দেবে। প্রয়োজন হলে রাজ্য সরকার ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে সরাসরি কিনে তা রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেবে।
যদিও ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর এই অভিযোগের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশে যে পরিমাণ ভ্যাকসিন প্রস্তুত হয়েছিল, তার প্রেক্ষিতে রাজ্যে প্রথম দফায় যথেষ্ট পরিমাণ ভ্যাকসিন পাঠানো হয়েছে। পরের পর্যায়ে ফের তা পাঠানো হবে। কিন্তু রাজ্যের দাবি, এই তথ্য সঠিক নয়। কিন্তু এই ভ্যাকসিনের সংখ্যা নিয়ে যাতে কোনও সমস্যা যেন না হয় তা দেখার নির্দেশ জেলাশাসক ও প্রশাসনের কর্তাদের দেন মুখ্যমন্ত্রী। তিনি সতর্ক করেন, এই নিয়ে কোনও গুজব যেন না ছড়ায়। জেলাশাসকদের কাছে বিষয়টি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করেন তিনি।
মুখ্যমন্ত্রী শনিবার সরকারি কর্মী-আধিকারিক, স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী, সাফাইকর্মীদের কাজের ভূয়শী প্রশংসা করেন। তিনি বলেন, ‘ইতিমধ্যেই এই করোনায় আক্রান্ত হয়ে বহু মানুষ মারা গিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও যেভাবে আপনারা ভালো কাজ করেছেন তা অত্যন্ত প্রশংসার। আপনারা না থাকলে কোভিড মোকাবিলা করা সম্ভব হত না।’ পাশাপাশি, মুখ্যমন্ত্রী এদিন এই টিকাকরণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকলকেই সরকারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদও জানান। উল্লেখ্য, ভ্যাকসিন দেওয়া শুরু হওয়ার ঠিক আগে একইভাবে কোভিড যোদ্ধাদের অভিনন্দন জানিয়ে নিজের বক্তব্য পেশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।