কেন্দ্রের গেরুয়া সরকার ভারতবর্ষকে পুরোপুরি হিন্দু রাষ্ট্র বানাতে চাইছে, অভিযোগ পূর্ণেন্দু বসুর

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ ফেব্রুয়ারি:
কেন্দ্রের গেরুয়া সরকার ভারতবর্ষকে পুরোপুরি একটি হিন্দু রাষ্ট্র বানাতে চাইছে বলে অভিযোগ করলেন রাজ্যের কারিগরি মন্ত্রী পূর্ণেন্দু বসু। শুক্রবার শালবনির বাঁকিবাঁধে একটি বেসরকারি কারিগরি প্রশিক্ষণ কলেজের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন,  দিল্লিতে আজ যারা ক্ষমতায় আছেন তারা ভারতবর্ষকে একটি হিন্দুত্ববাদী রাষ্ট্র বানাতে ১৯২৫ সাল থেকে পরিকল্পনা করে রেখেছিলেন। ২০১৪ থেকে সেই প্রস্তুতি নিয়ে ২০২০ সালে তা প্রয়োগ করছে। 

 
কারিগরি মন্ত্রী পূর্ণেন্দু বসু অভিযোগ করেন, কেন্দ্রের বিজেপি সরকার চাইছে এদেশে কোনো মুসলমান থাকবে না। শুধু হিন্দুরা থাকবেন। যা একটা সভ্য দেশে ভাবা যায় না। দিল্লির মানুষ ভোটে ওদের উচিত শিক্ষা দিয়েছেন। হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে তারা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। 

এই দল যত তাড়াতাড়ি ক্ষমতা থেকে বিদায় নেয় ততই দেশের মঙ্গল। এদিন  অনুষ্ঠানে তিনি সরকারি ও  বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মধ্যে সমন্বয় সাধনের বিষয় এবং গুরুত্ব বর্ণনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কলেজের নির্দেশক অসিত কুমার ঘোষ, বিধায়ক শ্রীকান্ত মাহাতো, মৃগেন্দ্রনাথ মাইতি, পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারী, জেলা পরিষদ  কর্মাধ্যক্ষ নেপাল সিংহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *