মুর্শিদাবাদ জেলায় এসে পৌছল বিজেপির পরিবর্তন যাত্রার রথ

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৭ ফেব্রুয়ারি: মুর্শিদাবাদ জেলাতে এসে পৌঁছাল পরিবর্তন যাত্রার রথ। রবিবার বিকাল ৫টা নাগাদ নদিয়া জেলা ঘুরে রথ রেজিনগরে প্রবেশ করে। নিশ্ছিদ্র নিরাপত্তা ও দলীয় কর্মীদের উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে রবিবার বিকেলে পরিবর্তন যাত্রার রথ এসে পৌঁছায়। উপস্থিত ছিলেন, বিজেপির রাজ্য সহ সভাপতি বিশ্বপ্রিয় রায় চৌধুরী। দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপি সভাপতি গৌরী শঙ্কর ঘোষের হাতে এই রথ তুলে দেওয়া হয় নদিয়া জেলা কমিটির পক্ষ থেকে।

শনিবার বিকেলে নদিয়া জেলার নবদ্বীপ থেকে এই পরিবর্তন যাত্রার সূচনা করা হয়, শনিবার ও রবিবার দিনভর নদিয়া জেলার বিভিন্ন বিধানসভা ঘোরার পর রবিবার বিকেলে মুর্শিদাবাদ জেলাতে প্রবেশ করে। দক্ষিণ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন বিধানসভা আগামী দুই দিন পরিদর্শন করবে এই রথ। কোথাও কোনও অপ্রীতিকর পরিস্থিতি যাতে না তৈরি হয় তার জন্য প্রস্তুত রয়েছে জেলা পুলিশ প্রশাসন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here