আমফানে মৃত্যু বেড়ে ৯৮, ক্ষতিগ্রস্ত-সহ সকলের জন্য আর্থিক অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজেন রায়, কলকাতা, ২৯ মে: ঠিক ৯ দিন আগে ১৩৩-১৮৫ কিমি গতিতে পশ্চিমবঙ্গের আকাশে ধেয়ে এসেছিল ঘূর্ণিঝড় আমফান। তার পরের সপ্তাহে ২৭ মে-তে ৯৬ কিমি গতিতে আসা ফের আরেক ঘূর্ণিঝড়ে ক্ষতি হয় পশ্চিমবঙ্গের। সুপার সাইক্লোনের পরের দিনই জানা যায়, শুধু কলকাতাতেই ঝড়ের কারণে মৃত্যু হয়েছে ১৯ জনের। তারপর থেকেই মৃতের সংখ্যা বাড়তে শুরু করে। এ দিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এদিন পর্যন্ত আমফানে মৃত্যুর সংখ্যা ৯৮ জন।

আমফানের কারণে টেলিযোগাযোগ, ইন্টারনেট পরিষেবা-সহ সমস্ত যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। আগেই আমফানে মৃতদের পরিবারের জন্য আড়াই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। ইতিমধ্যেই বহু পরিবারের হাতে প্রশাসনের তরফে ক্ষতিপূরণের চেক পাঠিয়েও দেওয়া হয়েছে। বাকিদের কাছেও ক্ষতিপূরণের অর্থ দু’একদিনের মধ্যে জেলা প্রশাসন পাঠিয়ে দেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এ ছাড়া এ দিন ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদানও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘আমফানে মৃত্যু সংখ্যা ৮৬ থেকে বেড়ে ৯৮ হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য সব মিলিয়ে ৬২৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নগদ ৫ হাজার টাকা দেওয়া হল। মোট এক লক্ষ পরিবারকে দেওয়া হল এ দিন। পরে আরও দেওয়া হবে। এ ছাড়া পানের বরজের জন্য ২০০ কোটি টাকা, রাস্তা মেরামত খাতে ১০০ কোটি, পোলট্রি ও গবাদি পশুর ক্ষতির জন্য ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে। কৃষকদের এককালীন অনুদান দেওয়া হবে ১৫০০ টাকা। ২০ লক্ষ কৃষককে এই সাহায্য দেওয়া হবে।

বাড়ি নির্মাণের জন্য ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এর মধ্যেই ৪০০-র মতো ব্রিজ মেরামত করে ফেলেছি আমরা। ৮৮ লক্ষ গ্রাহকের মধ্যে ৭০ লক্ষ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ ফেরানো সম্ভব হয়েছে। জয়বাংলা, জয় জহর সহ বিভিন্ন প্রকল্পে ১ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই প্রকল্পগুলির মাধ্যমে ৫০ লক্ষ উপভোক্তাকে ২০০০ টাকা করে দেওয়া হবে। কৃষকবন্ধু স্কিমের জন্য ৮০০ কোটি টাকা আর পোলট্রি, গবাদি পশুর জন্য ১০০ কোটি রাখা হয়েছে। গ্রামীণ রাস্তা সংস্কারের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। সেচ দফতরের বাঁধ মেরামতির জন্য ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে। টিউবওয়েলের জন্য দেওয়া হয়েছে ২৫০ কোটি টাকা। ১৫ হাজার টাকা ১০০ দিনের কাজের মধ্যে পাবেন। ৫ লক্ষ পরিবারকে এখনই দেওয়া হবে ৫০০০ টাকা, সব মিলিয়ে ২০ হাজার টাকা দেব। পানের বরজের জন্য ২০০ কোটি টাকা রেখেছি। ২০ লক্ষ কৃষকের জন্য ৩০০ কোটির ব্যবস্থা করা হয়েছে। ২৮ হাজার টাকা ১০০ দিনের কাজ থেকে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *