নিজের স্বপ্নের প্রকল্প ইস্ট-ওয়েস্ট মেট্রোর অনুষ্ঠানে ব্রাত্য খোদ মুখ্যমন্ত্রী

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১৩ ফেব্রুয়ারি: নির্ধারিত সময়সীমার পাঁচ বছর পরে চালু হওয়ার পরও উদ্বোধনী অনুষ্ঠানেও বিতর্ক পিছু ছাড়ছে না ইস্ট-ওয়েস্ট মেট্রোর। রেলের এই উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাত্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তিনিই।

মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প, আর তাতেই আমন্ত্রণপত্রে নাম নেই তাঁর। সেই নিয়েই উদ্বোধনের আগেই সংঘাতে জড়াল কেন্দ্র-রাজ্য। রাজ্যকে অন্ধকারে রেখেই উদ্বোধনের সূচি ঘোষণার জেরে অনুষ্ঠান বয়কট করতে চলেছেন আমন্ত্রিতরা।

এমনকী এই প্রকল্পের জমি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা সমাধান করেছিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। সেই দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিমকেও আমন্ত্রণ জানানো হয়নি। রাজ্য প্রশাসনকে অন্ধকারে রেখেই উদ্বোধনের দিন ঘোষণা করা হয়েছে বলে খবর।

বৃহস্পতিবার এর সূচনা করবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। আমন্ত্রণ জানানো হয়েছে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু, বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীকে। তবে বাবুল সুপ্রিয় আসলেও বাকিরা অনুষ্ঠান বয়কট করার হুমকি দিয়েছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here