“বন্দেমাতরম শুনলে যেমন ব্রিটিশরা ভয় পেতেন, তেমনি জয় শ্রীরাম ধ্বনিতে ভয় পান মুখ্যমন্ত্রী”, তারাপীঠে বললেন দিলীপ ঘোষ

আশিস মণ্ডল, বীরভূম, ২৫ জানুয়ারি: ‘বন্দে মাতরমে যেমন ব্রিটিশরা ভয় পেতেন, তেমনি মুখ্যমন্ত্রী জয় শ্রীরামে ভয় পান।’ তারাপীঠে পুজো দিয়ে একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার মুর্শিদাবাদে সভা সেরে তারাপীঠে পৌঁছন দিলীপ ঘোষ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ভিক্টোরিয়ায় জয় শ্রীরাম ধ্বনি প্রসঙ্গে বলেন, “জয় শ্রীরাম তো ঠাকুরের নাম। কাউকে ঠাকুরের নাম দিয়ে স্বাগত জানালে তো খুশি হওয়া উচিত। রাম নাম শুনতে কারও কষ্ট হয় আমাদের জানা ছিল না। ২৩ জানুয়ারির অনুষ্ঠানে কিছু মানুষ আমন্ত্রিত হয়ে এসেছিলেন তারা ভেবেছিলেন জয় শ্রীরাম বললে প্রধানমন্ত্রী খুশি হবেন। কিন্তু মুখ্যমন্ত্রী যে খেপে যাবেন তা বুঝতে পারেননি। বন্দে মাতরমে যেমন ব্রিটিশরা ভয় পেতেন, তেমনি মুখ্যমন্ত্রী জয় শ্রীরামে ভয় পান। কিন্তু রামচন্দ্র তো রাজা ছিলেন। ফলে রামনাম নিতে ভয় আপত্তি কোথায়?”

লকডাউনে রেশন দেওয়া প্রসঙ্গে দিলীপবাবু বলেন, “রেশন তো প্রধানমন্ত্রী দিয়েছেন। উনারা রেশনের চাল চুরি করেছেন।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here