হাওড়া জেলার ৮টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আমাদের ভারত, হাওড়া, ১৬ অক্টোবর: বৃহস্পতিবার বিকেলে নবান্ন থেকে রাজ্যের একাধিক জেলার পাশাপাশি হাওড়া জেলার আটটি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হাওড়া সদরের পাশাপাশি গ্রামীণ জেলার চারটি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উলুবেড়িয়া কাটিলার আশা ভবন সেন্টারের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পুজো, বাগনান খালোড় যুব সংঘের পূজো, আমতা বেতাই দুর্গাতলা সার্বজনীন দুর্গোৎসব এবং রানিহাটি সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন।

এদিন উলুবেড়িয়া কাটিলা আশা ভবন সেন্টারের পুজো উদ্বোধনে উপস্থিত ছিলেন মন্ত্রী ডাক্তার নির্মল মাজি, জেলাশাসক মুক্তা আর্য, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি অজয় ভট্টাচার্য, বিধায়ক ইদ্রিস আলী, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায়, উলুবেড়িয়া ২ নং ব্লকের ভিডিও নিশিথ কুমার মাহাতো, উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইলিয়াস, আশা ভবন সেন্টার এর প্রতিষ্ঠাতা সম্পাদিকা সুকেশী বারুই, কর্ণধার জন মেরী বারুই সহ অন্যান্যরা।

অন্যদিকে এদিন বাগনানের খালোড় যুব সংঘের পুজো উদ্বোধনে উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার মহকুমা শাসক অরণ্য বন্দ্যোপাধ্যায়, বাগনানের বিধায়ক অরুনাভ সেন, বাগনান ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সেন।

আমতার বেতাই দুর্গাতলা সর্বজনীন পুজো উদ্বোধনে উপস্থিত ছিলেন আমতা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *