আশিস মণ্ডল, বীরভূম, ২৮ জানুয়ারি: নেতাজি ইন্ডোর থেকে রামপুরহাট টাউন হল এবং তারাপীঠ তোরণের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারাপীঠ তোরণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক বিজয় ভারতী, জেলা পুলিশ সুপার শ্যাম সিং, জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ, তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সুকুমার মুখোপাধ্যায়, সদস্য ত্রিদিব ভট্টাচার্য।
অন্যদিকে রামপুরহাট টাউন হলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) প্রসেঞ্জিত চক্রবর্তী, রামপুরহাট মহকুমা শাসক জগন্নাথ ভড়। তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সুকুমার মুখোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রীর পছন্দের তোরণের উদ্বোধন করা হল। এক বছরের কিছু বেশি সময় লেগেছে তোরণ নির্মাণে। ব্যয় হয়েছে প্রায় দেড় কোটি টাকা। এখন তোরণে আলো লাগিয়ে আরও সুন্দর করে তোলা হবে। সড়ক পথে তারাপীঠে আসা মানুষদের রাস্তা নির্ণয়ে এই তোরণ যথেষ্ট সাহায্য করবে”।
অন্যদিকে সাড়ে ৪৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত টাউন হল শহরের প্রাচীন ঐতিহ্য বহন করবে বলে মনে করেন উপস্থিত অতিথিরা।