মকর পরবের পর পুরুলিয়ায় আসছেন মুখ্যমন্ত্রী

সাথী দাস, পুরুলিয়া, ৯ জানুয়ারি: ১৯ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরুলিয়া সফরকে ঘিরে প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল। সভায় সর্বাধিক জনসমাগমের জন্য ব্লক নেতৃত্বকে নির্দেশ দিল জেলা নেতৃত্ব। শুক্রবার জেলা তৃণমূল কংগ্রেসের একটি বিশেষ প্রস্তুতি সভা হয়। সেখানে মুখ্যমন্ত্রীর জনসভায় লক্ষাধিক মানুষের সমাগমের সংকল্প নেয় তৃণমূল। এছাড়াও ‘কোনও ঢিলেমি নয়’, দলের কাজ নিষ্ঠার সঙ্গে করার নির্দেশ দিলেন জেলা সভাপতি গুরুপদ টুডু।  প্রাথমিকভাবে পুরুলিয়ার মফঃস্বল থানার হুটমুড়া ফুটবল ময়দানে সভার স্থানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবিত সভাস্থল পরিদর্শন করেন তৃণমূল নেতৃত্ব। সব কিছু খতিয়ে দেখতে সরেজমিনে যান পুলিশ আধিকারিকরা।

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর পুরুলিয়া সফর মকর পরবের পরই। এবারের তাঁর সফরে কী বার্তার আভাস দিচ্ছে তা এখনই পরিষ্কার নয়। তবে, রাজনৈতিক মহলের ধারণা ভোট যুদ্ধ ঘোষণা এবং নেতা কর্মীদের গেরুয়া শিবিরে যাওয়া আটকাতে তাঁর এবারের সফর।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here