মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে দাবি মতুয়াদের, প্রতিবাদে বনগাঁর তিন জায়গায় অবরোধ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৪ ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের ধর্মগুরুদের নাম ভুল উচ্চারণ করায় এখনও উত্তাল মতুয়া দুর্গ তীর্থস্থান বনগাঁ। শুধু বনগাঁ নয় বাগদা, গোপালনগর সহ গাইঘাটাতেও দফায় দফায় বিক্ষোভ, অবরোধ হয়। বিভিন্ন এলাকায় মতুয়া ভক্তরা ডঙ্কা, কাঁসর বাজিয়ে নাচের তালে প্রতিবাদ জানায়। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। তাঁদের এই আন্দোলনে বিজেপি নেতৃত্ব শামিল হন। তারাও একই ভাবে মুখ্যমন্ত্রীর বিবৃতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

গত মঙ্গলবার মালদায় বক্তব্য রাখতে গিয়ে মতুয়াদের আরাধ্য দেবতা হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের নাম মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃত ভাবে ভুল উচ্চারণ করেছেন বলে বুধবার অভিযোগ তুলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর। মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবিও জানান তিনি। শুক্রবার একাধিক জায়গায় মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে মতুয়া ভক্তরা বিক্ষোভ দেখান। সবক’টি কর্মসূচিতেই দেখা গিয়েছে বিজেপি নেতা-কর্মীদের। ফের শনিবার বনগাঁ বাটার মোড়ে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান মতুয়া ভক্তরা। ওই অবরোধ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বনগাঁ উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া।

অন্যদিকে গোপালনগরে বনগাঁ- চাকদা রোড অবরোধ করে বিক্ষোভে বসেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। এদিন গাইঘাটার চাঁদপাড়া বাজার, হাবড়ার ফুলতলা, বাগদার হেলেঞ্চা এবং গোপালনগরের ভান্ডারখোলা এলাকায় মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। বিক্ষোভকারীরা জানান, আরাধ্য দেবতাদের নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে তাঁরা ব্যাথিত। মমতা বন্দ্যোপাধ্যায় হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের নাম জানেন না, এটা তাঁরা মানতে পারছেন না। গোপালনগর এলাকায় এ দিন মতুয়া ভক্তরা ডাঙ্কা, কাঁসি, নিশান নিয়ে যশোর রোড ও চাকদা- বনগাঁ অবরোধ করে বিক্ষোভ দেখান। সেখানে উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। যদিও কর্মসূচিতে বিজেপির দলীয় পতাকা ছিল না।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here