নদিয়ায় হরিচাঁদ গুরুচাঁদ স্টেডিয়ামের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ডিসেম্বর:
বিধানসভা ভোটকে পাখির চোখ করে মতুয়া ভোট টানতে নদিয়ায় উদ্বোধন হল হরিচাঁদ গুরুচাঁদ স্টেডিয়ামের। আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ার তেহট্ট মহকুমার হরিচাঁদ গুরুচাঁদ স্টেডিয়ামের উদ্বোধন করেন। এদিন তিনি বোলপুরের প্রশাসনিক সভা থেকে ভার্চুয়াল সভার মাধ্যমে এই স্টেডিয়ামের উদ্বোধন করেন।

এতদিন হরিচাঁদ গুরুচাঁদের নামে কলেজ ছিল, বিশ্ববিদ্যালয় ছিল কিন্তু কোনও খেলার মাঠ ছিল না। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে পিছিয়ে পড়া সম্প্রদায় মতুয়াদের ভোট যাতে কোনও ভাবেই হাতছাড়া না হয় তাই ভোটের দামামা বাজতেই তড়িঘড়ি মুখ্যমন্ত্রী এই স্টেডিয়ামের উদ্বোধন করলেন। তাদের আরও অভিমত যে রাজনৈতিক ফায়দা তুলতেই মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ গুরুচাঁদের নামে স্টেডিয়াম করা হয়েছে। বিধানসভা ভোটের আগে এই স্টেডিয়ামের উদ্বোধন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক অনীশ দাশগুপ্ত, বিধায়ক গৌরীশঙ্কর দত্ত সহ অন্যান্য আধিকারিকরা। ঠাকুরনগর থেকে একটি দল এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here