ছটপুজোর শুভেচ্ছা জানিয়ে ভিডিও সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

রাজেন রায়, কলকাতা, ১৯ নভেম্বর: ছট পূজা পালন যাতে সংক্রমণ বৃদ্ধির কারণ না হয়, তার জন্য ফের ভিডিও বার্তার মাধ্যমে রাজ্যবাসীকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার সঙ্গে ভিডিও মারফত তিনি এই আবেদন জানিয়েছেন। সেখানে তিনি স্পষ্ট ভাবে বলেছেন, ‘ছট পালন করুন, কিন্তু আদালত অবমাননা করবেন না। জটলা করে গঙ্গা বা কোনও জলাশয়ের ধারে যাবেন না।’

প্রসঙ্গত, দুর্গাপূজা বা কালীপূজায় হাইকোর্টের নির্দেশ মতো ভিড় আটকানো সম্ভব হলেও এখন রাজ্য প্রশাসনের সামনে ছট পুজোর চ্যালেঞ্জ। এমনিতেই প্রত্যেক বছরই রবীন্দ্র সরোবরে ছট পুজো সামলাতে হিমশিম খেতে হয় রাজ্য প্রশাসনকে। তবে চলতি বছরে রবীন্দ্র সরোবরে ছট পুজো না করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। তাই বিকল্প হিসাবে কলকাতা ও শহরতলিতে প্রায় দেড় হাজার জলাশয়ে ছট পুজোর জন্য ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে প্রথমবার শহর কলকাতা ছট পুজোর বিকেন্দ্রীকরণ করতে চলেছে রাজ্য প্রশাসন। তাই ওই সমস্ত জলাশয়ে জটলা না করে ছট পুজো করার আবেদনের সঙ্গে বাজির উপর নিষেধাজ্ঞা রয়েছে, সে বিষয়টিও উল্লেখ করেন তিনি।

ছট পুজো নিয়ে হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের স্পষ্ট নির্দেশ, প্রত্যেক পরিবার থেকে দুজনের বেশি জলাশয় যাওয়া যাবে না। ঢাক বা ছোট বাদ্যযন্ত্র ছাড়া বিদ্যুৎ চালিত ডিজে বাজনা বোঝানো যাবে না। করা যাবে না শোভাযাত্রাও। খোলা যানবাহনে চেপে জলাশয়ে আসতে হবে। পুজোয় অংশগ্রহণকারীরা সবাই জলাশয় যেতে পারবেন না। হাইকোর্টের এই নির্দেশের পুনর্বিবেচনার আর্জি নিয়ে এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। তবে ছট পূজার জন্য আর বেশী সময় বাকি না থাকায় এখন পর্যন্ত পাওয়া নির্দেশেই ছট পূজা পালন হতে চলেছে বলে মনে করছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *