ফের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেন মুখ্যমন্ত্রী মমতা

রাজেন রায়, কলকাতা, ৩১ জানুয়ারি: ২৩ জানুয়ারির পর আবারও ফেব্রুয়ারি মাসেই পশ্চিমবঙ্গে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, হলদিয়ায় একগুচ্ছ নতুন প্রকল্পের উদ্বোধনে আসছেন নরেন্দ্র মোদী। আমন্ত্রিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এমনটাই জানালেন পেট্রোলিয়াম মন্ত্রকের মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান।

বিধানসভা নির্বাচনের আগে বারবারই রাজ্যে আসছেন বিভিন্ন কেন্দ্রীয় বিজেপি নেতা-নেত্রীরা। এর আগে নেতাজির জন্ম দিবসে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে এক মঞ্চে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী থাকলেও সেখানে মুখ্যমন্ত্রী উঠতে গেলে পিছন থেকে দেওয়া হয় জয় শ্রীরাম স্লোগান। প্রতিবাদ জানিয়ে কিছু না বলেই নেমে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই তিক্ত ঘটনার পর ফের বঙ্গ সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

প্রধানমন্ত্রীর সফরের আগে চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার হলদিয়ায় পৌঁছান কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেখানেই সাংবাদিক বৈঠক করেন তিনি। সাংবাদিক বৈঠকে জানান, ‘হলদিয়ায় একগুচ্ছ নতুন প্রকল্পের উদ্বোধন করতে ৭ ফেব্রুয়ারি বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত সরকারের পেট্রোলিয়াম মন্ত্রক ও রোড ট্রান্সপোর্ট বিভাগের নিমন্ত্রণে ৪টি বড় প্রকল্পের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী আসছেন বলেও জানান তিনি। তিনি জানান, ‘উজ্জ্বলা যোজনার আওতায় যাতে নিরবিচ্ছিন্ন পরিষেবা প্রদান করা সম্ভব হয়, তার জন্য ১১০০ কোটি টাকা খরচ করে এলপিজি টার্মিনাল বানানো হয়েছে হলদিয়ায়। সেটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আত্মনির্ভর ভারতের লক্ষ্যে লুব্রিকেন্ট বেস অয়েল বানানোর জন্য হলদিয়া পেট্রোকেমিক্যালে ১০০০ কোটি টাকার বেশি ব্যয়ে গড়ে উঠছে কারখানা। সেই কারখানারও ভিত্তি প্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে জানান কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এর পাশাপাশি, হলদিয়াতে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্টের তরফে চার লেনের আরোহী ও ফ্লাইওভার এন এইচ-৪১-এর উপর রানীচকের কাছে তৈরি হয়েছে। সেই রাস্তার প্রকল্পও বাস্তবায়িত করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী উর্যা গঙ্গা যোজনার আওতায় পাইপলাইনের মাধ্যমে গ্যাসের সরবরাহ করা হবে। ২৪০০ কোটি টাকা ব্যয়ে সেই প্রকল্পেরও উদ্বোধন করবেন মোদীজি।’ বলে জানান কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ‘সবমিলিয়ে সাড়ে চার হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন বা ভিত্তি প্রস্তর স্থাপন ৭ ফেব্রুয়ারি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনকর,’ বলে জানান কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তবে পেট্রোলিয়াম মন্ত্রী এমন দাবি করলেও মুখ্যমন্ত্রী যাবেন কিনা, নবান্নের তরফে চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here